গৌর গোপাল সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

গৌর গোপাল সরকারের কবিতা

 চাপা



দেশ রয়েছে নিশ্বাস এর মুখে
মামা-ভাগনে পাহাড়ের
পাথরের তলায়,
চাপা পড়ে কোনোক্রমে
প্রাণবায়ু রয়েছে,
প্রদীপ নিভে যাওয়ার
সময় হয়েছে।
কাল রয়েছে তরবারিতে বাঁধা,
প্রবহমানতা থমকে গেছে,
দেশের বিষ নিশ্বাস এর ধমনীতে,
রজনী আসলে
ভয় জাগে মনে!
কি বা হয়! কি বা হয়!
জীবন রয়েছে গাছের
শিকড়ে বাঁধা,
হাজার হাজার নিরীহ মানুষ,
গাছের শিকড়ে জীবন-যাপন করছে,
গাছ তাদের সব কিছু
শোষণ করে নিচ্ছে।

সংগ্রাম চলছে মনে-মনে,
দেশে-দেশে, মানুষে-মানুষে
ভাবে-ভাবে, টাকায়-টাকায়।

পরিবর্তন হবে,
আবার দেখা যাবে
মহামানবের
পদচিহ্ন,
কৃষ্ণ, মহঃ, যীশু, বুদ্ধ, বা কলকি
কোনো মহামানব
আবার আসবে

মহাধর্ম ভালোবাসা বিতরণ করতে
ঘৃণা দূর করতে,
গৌর দাস কই, নবপরিচয়
নব মহামানবের সনে।...
.................................


 গৌর গোপাল সরকার,
নতুন হাসপাতাল পাড়া,
রামপুরহাট বীরভূম
সূচক সংখ্যা ঃ৭৩১২২৪
ফোন নং ৭৬০২৫০১১৪৮

No comments:

Post a Comment