সোহিনী সামন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

সোহিনী সামন্তর কবিতা

অভাগী


জীবনের তৃণ যখন যৌবনের মুখ দেখতে আরম্ভ করেছে...

তখনই ঘ্যানঘ্যানে সমাজের ইতিবৃত্ত আষ্টেপৃষ্ঠে যবনিকা ঘটায় ...

বিয়ে ও কুলবিন্যাসের বিশিষ্ট পংক্তি বিস্তারের আলোচিত ঘনঘটায়...

ঝড়ের দাপটে সুখের কেন্দ্রবিন্দুগুলি যেমন বন্ধুবান্ধবের কথোপকথন ,

নির্মুক্ত শৈশব ...যৌবনের উপবন ... আস্তে আস্তে ধুয়ে যায় ...

দরিদ্রতার অ্ক্টোপাস গ্রাস করে ক্যারিয়ারের স্বপ্নের রত্ন সিঁড়িতে ,

প্রদীপ তার নিভে যায় ...বিবাহ হয় তার নিজজাতির এক মদ্যপ

পাষণ্ডের সাথে...দিনরাতের নির্যাতন ...অবসন্নতা ...

সহিষ্ণুতার পরিমাপ যত বারে ,তত বারে অত্যাচারের উগ্রতা ...

জীবনের মধুর ধূপের বাতাস মিশে যায় বিষাক্ত হাওয়ায় ...

নির্মম অভিশপ্ত নির্যাসে ...।।
=============================

সোহিনী সামন্ত

শ্যামনগর, উঃ ২৪ পরগণা

No comments:

Post a Comment