সুনন্দ মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

সুনন্দ মন্ডলের কবিতা

নবান্ন


ঘরে ঘরে নতুন অন্ন
হৈমন্তিক উৎসব।
বাংলা ও বাঙালি সুখ বিলাসী
যতই থাকুক অভাব।

নতুন চালের পায়েসে 'ম-ম' আকাশ
প্রতিটা হেঁসেলের সুবাস বাতাসেতে ভাসে।
নিলু-বিলু-লিলুরা সব পাত পেরেছে
চিড়ে-দইও বাদ যায়নি, ভাত-মাছ-ডাল পাছে আসে।

দারিদ্র্যতা মূল্যহীন আজ
মূলে শুধুই খুশির মেজাজ।
আপ্যায়নে সেবা অতিথি-নারায়নে
কোলাকুলি বর্ষমাঝ।
‎ -----------------

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম

No comments:

Post a Comment