সুবীর হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

সুবীর হালদারের কবিতা

অন্যগত

---------------------------------

প্রবীণ গলির বাঁক
ভগ্ন দেওয়ালে ঝিঝির ডাক
দূর হতে মনে হয়---
চেনা সে মুখ খানি
কাছে যেতেই নির্ভুল অনুমান আত্মপ্রকাশ
চারি নয়ন ছলছল
স্তব্ধে একে অপরের পাশফিরে চলা
দুটি ছায়ার আজও মিলন ঘটেছে
অন্তর তৃষ্ণার কিছু বীনাশ হয়েছে
কৃষ্ণা দ্বাদর্শী জ্যোৎস্নায় উজ্জ্বল
তাঁর রাঙা সীথি খানি
আমার প্রণয় স্মৃতিকে স্মরণ করিয়েছে
সোহাগি শাঁখা-পলার মধু সুর
মোহ ভাঙিয়ে জানিয়েছে সে 'অন্যের'.
==============================

নাম - সুবীর হালদার
ঠিকানা- নাজিরা পাড়া ( দাস পাড়া লেন )
পোষ্ট অফিস- কৃষ্ণনগর
জেলা- নদীয়া

No comments:

Post a Comment