তপন কুমার মাজির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

তপন কুমার মাজির কবিতা


বিনিময়


রেখাটাকে ডিঙোতে পারলে
তোকে উপহার দিতে পারি
একটা রঙিন পৃথিবী

একটা আকাশও দিতে পারি
যদি আমার বুকে এঁকে দিস
একটা চাঁদের ছবি।

তোকে দিতে পারি একটা অরণ্য
দিতে পারি নীলকণ্ঠের একঝাঁক
অব্যক্ত ভাষা

আমায় দিতে পারিস তুই যদি
তোর নির্ভেজাল ইচ্ছেদের
একচিলতে আশা।

জ্যোৎস্না ছড়াতে পারিস যদি কখনো
তোর ঘুমিয়ে থাকা চাঁদের
গোধূলি উঠোনে

পরাগ ছড়িয়ে আমিও তবে
ফুটিয়ে দিতে পারি শতদল
তোর উপোসী বনে।

আর যদি আঁধার সাঁতরে
মাথা রাখতে পারিস কখনো
ভোরের কোলে

বিনিময়ে চোখে চোখ রেখে
আমিও ঢেকে নিতে পারি নিজেকে
তোর রূপোলী আঁচলে।

--------------------------------------------------------------


Tapan Kumar Maji,
Courtmore, Hindusthanpark,
Asansol-- 713304,
Burdwan (W), 03/11/18,
-------------------------------------------------------------

No comments:

Post a Comment