দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

দুলাল সুরের কবিতা


 একমুঠো ভাতের প্রত্যাশায়




মন খারাপের বারতা লয়ে

ফিরে আসে বার বার

বিষণ্ণময় দিনগুলি.....

নৈশব্দের পাহাড় ধেয়ে আসে

গ্রহের ফেরে থেমে যায় বিজয় বিক্রম।

উদভ্রান্ত হৃদয় অগোছালো

ছন্নছাড়া দিশাহীন।

শুধু বিশ্বাসের সোপান সাধ্যাতীত ভাবে

চালিয়ে যায় সংগ্রাম।

দিগন্ত ছেয়ে নিঃসঙ্গতা গ্রাস করে

ভয়ংকর ক্ষুধায় পেটের নাড়িভুঁড়ি

ওলটপালট করে, বুকের ওঠানামা

ধুকপুকুনির ন্যায় প্রহর গোনে

মৃত্যুই ভবিতব্য।

মিথ্যা'র স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকা।

স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে

মানুষ আজও কাঁদে,

স্বপ্ন নিয়ে বাঁচে শুধু ....

একমুঠো ভাতের প্রত্যাশায়।

*******************************

দুলাল সুর

শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,
কোলকাতা – ৭০০১২৯

No comments:

Post a Comment