তুষার আচার্য্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

তুষার আচার্য্যের কবিতা

নীল রঙ


রক্তাক্ত হাতে বাগানের নীল ডালিয়া কেটে গোলাপ চারা লাগিয়েছি।
ডালিয়া কোন দিনই প্রিয় ছিল না আমার, প্রিয় ছিল তাঁর নীল রঙ।
এই রঙটার জন্যই তাঁর আগমন আমার বাগানে।
ইদানিং রঙটা কেমন ফ্যাঁকাসে হয়ে গেছে, তাই সরিয়ে দিলাম বাগান থেকে।
তখন মনে পড়ছিল, পোকার হাত থেকে বাঁচাবার জন্য দিয়েছিলাম সার,
কত যত্ন করে মাটি তৈরি করেছিলাম,
পাশের বাড়ীর ছোট্ট তুতু জল ঢেলে দিয়েছিল,
খুব রাগ হয়েছিল আমার।
বাচ্চা না হয়ে বড় হলে খুব পেটাতাম ওকে।
আবার মাটি তৈরি করে ডালিয়া পুঁতলাম।
কাকা বলেছিল পনের দিন পরে ফুল ফুটবে।
ক্যালেন্ডার গুণে গুণে ঠিক পনের দিন পর মাঝ রাতে টর্স জ্বালিয়ে
দেখেছিলাম ডালিয়ার ছোট্ট কুঁড়িকে,
আমার নীল রঙকে।
পরেন দিন খুব আনন্দ পেয়েছিলাম,
ফুলটা নীল বলে।
ফুলটা ধীরে ধীরে বড় হল,
আমার ছোট্ট চোখে ফুলের রঙ আর ধরে না,
চোখ বড় করে দেখেছিলাম সেদিন।
কত লোকের ছোঁয়া থেকে বাঁচিয়েছি নীল ডালিয়াকে।
আজ নিজের হাতেই সরিয়ে দিলাম,
লোকের ইচ্ছাকে এড়িয়ে।
আজ গোলাপ লাগিয়েছি, কাল সবাই দেখতে আসবে।
হয়ত কেউ শুধাবে না, নীল ডালিয়ার কথা,
তাঁদের প্রিয় ফুলের কথা।
কিন্তু মনে থাকবে আমার
ডালিয়ার কথা, নীল বলে।
না, এবার আর কাটব না গোলাপকে,
কাঁটা ফুটলেও না,
রঙ ফ্যাঁকাসে হলেও না,
বাহারি রঙয়ের ফুল পেলেও না।

মাঝ রাতে দেখি গোলাপ কুঁড়িকে,
চমকে উঠি
তাঁর নীল রঙ দেখে।
ভালবেসে চুম্বন করি,
নীল গোলাপকে।

==================

Tushar Acharjya
Kalyani, Nadia

No comments:

Post a Comment