সঞ্জীব সেনের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

সঞ্জীব সেনের কবিতা

যৌবন হারানো হেমবর্ণ কথারা 


কথারা যৌবন হারালে শ্রুতিনাটকে জেগে থাকে
সেইসব হেমবর্ণ কথারা শোকে নয় মজে থাকে উলঙ্গ মশকরায়
কলোনিয়ান সন্ধ্যায় কলতালায় জড়ো হয় সেইসব নারীরা
দুহাতের আড়ালে নারীর গোপন নগ্নতা ভালবাসে তারা
বৈরতায় হলুদ চাঁদ হারালে মনে পরে
কেউ বলেছিল কোনদিন এভাবে লজ্জ্যাহীনা হলে তবেই বলবে হৃদয়ের গোপন কথাটা
সেইসব যৌবনবতী কথারা তখন অশালীন কবিতা পাঠ করে
ওরা জানে, একদিন কথার গায়ে ডানা এভাবেই উড়ে যাবে মন্দিরের কার্নিসে
বৈরতায় হলুদ চাঁদ হারালে
সেদিনের সেই অঙ্গনা নারীটি ও সন্ধ্যা হওয়ার আগে ডেকে নেবে
হলুদ
ঠোঁটের হাসটিকে ,
আমি নেমে দেখব মোহিনী চোখের সেই কুসুম একা বসে পুকুর ঘাটে নির্জনে ।

=====================

সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
কলকাতা 114

No comments:

Post a Comment