শঙ্কর নাথ প্রামাণিকের অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

শঙ্কর নাথ প্রামাণিকের অণুগল্প


সাবধান!!!

#######


ডেলি প্যাসেঞ্জার অলোকের এই সপ্তাহটা বেশ ভালো যাচ্ছে।একটা স্টপেজ থেকে রোজ একটা সুন্দরী মেয়ে বাসে উঠে ঠিক তার পাশেই বসে আর সুন্দর সুন্দর গল্প করে।অলোকও একেবারে নিজেকে উজাড় করে দেয়।দু'তিন দিনেই মেয়েটাকে কেমন যেন ভালো লেগে যায় অলোকের।কিন্তু লাজুক আর ভদ্র অলোক ঠিক কিভাবে সম্বোধন করবে বুঝতে পারে না।একদিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবেগের বশে বলেই বসে,"আচ্ছা বোন,তুমি রোজ একই স্টপেজে ওঠো,আমার সঙ্গে গল্প করো কিন্তু নাবো আলাদা আলাদা স্টপেজে।তোমার কাজটাই বা কি?আমাকে কি তোমার ভালো লাগে?"
মুখটা লাল হয়ে যায় মেয়েটার।কোনো কিছু না বলে একটা স্টপেজে নেবে যায়।পরের দিন ওই স্টপেজে মেয়েটা আর ওঠে না।অলোকের মনটাও আনচান করতে থাকে।এদিক-ওদিক তাকাতে তাকাতে সিটের পাশে খাঁজ টায় একটা কাগজ গোঁজা দেখতে পায় অলোক।
কাগজ খুলে অলোক দেখে লেখা আছে,"কলগার্লকে কখনও তার কাজ কী জিজ্ঞেস কোরো না--আর কলগার্ল কারো বোন হতে পারে কি?"
আঁতকে ওঠে অলোক।কাগজ টা ছিঁড়ে জানলা দিয়ে ফেলে চোখ বন্ধ করে শপথ নেয় রাস্তাঘাটে এই ভুল আর সে কোনোদিন করবে না।
              ---------------x-----------


শঙ্কর নাথ প্রামাণিক
(মালদা)

No comments:

Post a Comment