সম্পাদকীয় ও সূচিপত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সম্পাদকীয় ও সূচিপত্র



সম্পাদকীয়

সবাইকে উৎসবমুখর প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা। মুদ্রিত নবপ্রভাতের গৌরবময় পঁচিশ বছর উদযাপন  অনুষ্ঠান, স্মারক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ এবং দুর্গোৎসব এর কারণে এই সংখ্যাটি প্রকাশে কয়েকদিন বিলম্ব হল। আগামী মাস থেকে যথারীতি বাংলা ১লা তারিখে প্রকাশ পাবে এই ব্লগ। আপনারা নবপ্রভাতের সঙ্গে থাকুন। আমরা আছি। 
     আবারও সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। উৎসবের আলোয় সবাই বর্ণময় থাকুন, খুশীতে থাকুন, ভালো থাকুন।
                      নিরাশাহরণ নস্কর 
                      ৫ই কার্তিক ১৪২৫


সূচিপত্র


প্রবন্ধ/মুক্তগদ্যঃ
রণেশ রায়   প্রণব কুমার চক্রবর্তী   সবর্না চট্টোপাধ্যায়   আশিস চৌধুরী  অমৃতা বিশ্বাস সরকার    রানা চ্যাটার্জি   দেব শঙ্কর দাস

গল্পগুচ্ছঃ
 পারিজাত ব্যানার্জী    শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়   স্বরূপা রায়    বিজয়ন্ত সরকার    এম আরিফুল ইসলাম   মাসুদ রানা    বাবলু কুমার ঘোষাল    প্রণব কুমার চক্রবর্তী

 কবিতাগুচ্ছঃ
শুক্লা মালাকার   মোনালিসা পাহাড়ী   সায়ন মোহন্ত   চৌধুরী নাজির হোসেন  কৌশিক বড়াল   চিরকুট রূপঙ্কর চক্রবর্ত্তী   জগবন্ধু হালদার   অমিত পাটোয়ারী    মোহাম্মদ ইমাদ উদ্দীন    সৌমেন সরকার    প্রিয়ব্রত দত্ত   মউলি বনিক    সুনন্দ মন্ডল    কৌশিক চক্রবর্ত্তী    তরুণ কুমার মাঝি    দূর্গা চরণ ঘোষ   অরবিন্দ মাইতি    দুলাল সুর   অমৃত দে  সম্পা পাল   কার্তিক ঢক   অভিজিৎ দাসকর্মকার    দুলাল প্রামানিক    সুদীপ্ত মন্ডল    লিপি ঘোষ হালদার  পারভেজ মল্লিক    রীনা তালুকদার    সোমনাথ বেনিয়া     রাখী সরদার    শক্তিপ্রসাদ ঘোষ     বিনয় লাহা    বলাই দাস    তপনকান্তি মুখার্জি     রণবীর বন্দ্যোপাধ্যায়    খায়রুল ইসলাম   পবিত্র কুমার ভক্তা    অনামিকা দত্ত    পিয়ালী সাহা    জ‍্যোতির্ময় মুখার্জি    আবদুস সালাম    সোহিনী সামন্ত    সুমন মিশ্র    কবি সামসুন্নাহার ফারুক শেখ সামসুল হক মনোজকুমার রায়    তরুনার্ক লাহা    খগপতি বন্দ‍্যোপাধ‍্যায়    কান্তিলাল দাস    সোমের কৌমুদী   সীমান্ত হেলাল  সাতকর্ণী ঘোষ   সঞ্জয় কীর্ত্তনীয়া    রবিউল ইসলাম মন্ডল    ফিরোজ আখতার     চন্দন মিত্র    পল্লব দাস    শ্রেয়সী পোদ্দার    প্রসেনজিৎ বসাক    শুভাশিস দাশ   সায়নী ব্যানার্জী    সজল কুমার টিকাদার   রমলা মুখার্জী    তমোঘ্ন  ইতিকা বিশ্বাস    সুমন নস্কর   সবিতা বিশ্বাস   অভিজিৎ মন্ডল    উৎপলকুমার ধারা    শিশিরবিন্দু দত্ত    সন্দীপ পাল  চন্দ্রাবলী ব্যানার্জী  তপন কুমার মাজি


অনুষ্ঠান-সংবাদ:

নবপ্রভাত রজতজয়ন্তী বর্ষ উদযাপন, কলকাতা, 2 অক্টোবর 2018

No comments:

Post a Comment