চিতাবাঘ
দৌড়াচ্ছে ছায়া তোমার নির্বিকার
পদছাপে কিছুটা শিখেছি মানুষ জীবন।
পরজন্মে হরিণ টানি সিংহের পেটে
এজন্মে দৌড়ে দৌড়ে চিতাবাঘ হও।
থাবা তো দিনেই দিচ্ছে রাতে কি কম?
বিষম নৌকা ডোবে ঘাটে বাঁধে বম্ব
মাঠেঘাটে বিক্রি হচ্ছে সুরা আর ঢাক
তোমাকে থামতে বলে আমি চিতাবাঘ।
Binay Laha
C/o -Subhas saha
Birnagar, Raiganj, uttar dinajpur
West Bengal
Pin 733134
Mobile :9564926834
No comments:
Post a Comment