তরুনার্ক লাহার ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

তরুনার্ক লাহার ছড়া



মা এসেছে

----------------------

ঘন্টা বাজে কাঁসর বাজে মা এসেছে আজকে
মনে জাগাও খুশীর জোয়ার ফেলে সকল কাজকে।
দেখ না চেয়ে মা এসেছে দশখানা যে তার হাত
দশটি হাতের অস্ত্র দেখেই অসুর কেমন হয় কাৎ।
সিংহ টা তো বেশ নিরীহ খায় বুঝি শাক পাতা
অসুর মাংস খেয়েই বোধহয় রুচি যে তার যা তা।
লক্ষ্মীকে দেখ ঠিক যেন সে লক্ষ্মী মেয়ের মতো
হাতে যে তার ধান আর দুর্বা দেবে,চাইবে যতো।
বীণা হাতে বীণা পাণি গানের গলা বেশ তো
সুরের দেবী নামেই খ্যাত গুনেরও নেই শেষ তো।
ঐ যে গণেশ গজপতি খাচ্ছে শুধুই মিষ্টি
ভাগ পেয়েছে মুষিক রাজও তাই তো খুশীর দৃষ্টি ।
পেখম তুলে ময়ূর নাচে পাশেই মুগ্ধ কার্তিক
এক্ষুনি সে দেবে পাড়ি আসবে ঘুরে চারদিক।
চিন্তা কিসের আজকে সবাই সকল দুঃখ ভুলে
মত্ত থাকি আনন্দেতে জয় মা দুর্গা বলে।

          ***************

তরুনার্ক লাহা
গ্রাম +পোষ্ট বেলিয়াতোড়(কলেজ পাড়া)
জেলা বাঁকুড়া
পিন ৭২২২০৩
ফোন 9474456855

No comments:

Post a Comment