চন্দ্রাবলী ব্যানার্জীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

চন্দ্রাবলী ব্যানার্জীর কবিতা

অযোনিজা


সেতো অরণ্যের কথা,
যেখানে চিরহরিতের রঙে
কিছু হারানোর গল্প লেখা থাকে ,
এক অরণ্যচারিণীর।
যেখানে দাবানলে সব পুড়ে ছাই হয়ে যায় ,
সেখানেই আজ অভিমান গুমরে ওঠে
দারুহরিদ্রা রঙ নিয়ে ।
সেখানে সতীত্ব কড়া নাড়ে,
অসতীত্বের পথ পেরিয়ে ।
একটাই মাত্র প্রয়োগে
অযোনিজাকে পাতকিনী
অথবা দেবী করেছে ।
নিক্কনের মূর্ছনা, আবেশ ,
ভঙ্গ হল একনিষ্ঠা তপস্বিনীর
অনভিপ্রেত অগ্নিপরীক্ষায় ।
তখনও সতীত্বের লিঙ্গ পরিবর্তন ছিলো না ,
তাই বৈদেহীর "উৎপত্তি"
নিল বিসর্জনের দায় ।

========================


চন্দ্রাবলী ব্যানার্জী,   বেহালা , কলকাতা -৭০০০৬০

No comments:

Post a Comment