সীমান্ত হেলাল এর গুচ্ছকবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সীমান্ত হেলাল এর গুচ্ছকবিতা


রোদচর্চা



চলো; পৃথিবীব্যাপি আরো একবার রোদ চর্চা হয়ে যাক! পুড়ে খাক হয়ে যাক সভ্যতার চার দেয়াল! মানবিকতা চলে যাক যাদুঘরে! আমরা না হয় আমাদের সম্পর্কগুলো ভালোবাসার ফিনাইলে ধুয়ে তরতাজা করে নেবো।
অর্কেস্ট্রার সিম্ফনি কিংবা বটের ছায়া মাড়াবো জীবনের বাহুল্য পরিক্রমায়। মাইলের পর মাইল হেটে চঞ্চল করবো ভারাক্রান্ত পদযুগলের সমিকরন। জ্যামিতিক রেখাগুলো টেনে নিয়ে যাবো গতিময় যাপনের রুপকল্পে।
সায়ত্বশাসিত মন নাছোরবান্দা হয়ে ফিরবে উত্তরাধুনিক কোন কবিতায়। ছন্দের তুমুল দ্বন্দে হারাবো...পথিকের নির্বাক চাহনীর ক্লান্তি।
বিকেলের শেষ রোদ চুষে নেবে আমাদের সব আদবেলে পরিচর্যা।
------------------------------

রত্তি রত্তি রাত


রত্তি রত্তি রাত-কেটে শরীরের দাহে পোড়াতে দেবো―
এই মন জানে, আত্মজীবনীর জ্বালা কতটা পোড়াতে পারে;
দ্যাখো-সোহাগাবিহীন কেমন গলে যাচ্ছে রাতগুলো!
হাত থেকে খসে পড়া আঁদলির স্ফীতি-
সুচকে কমে গেলে
চাঁদ নিরুদ্দেশে যায়―
                      জীবনের মতো...
পূর্ণিমার শেষ জ্যো-তে ফুলে ওঠা জলের পরিমাপে
                     আরাধনাগুলো খুঁজে ফিরি...
--------------------------

রঙশাস্ত্র


প্রজন্ম বদলের এই সময়ে জীবন-দৈবগতিতে পাড় হয়ে যায় মহাকাল!
কাটা ঘড়ির আবর্তনে ঝুলে আছে পৃথিবীপরিবর্ধক কয়েকটি বছর।
চোখের রেটিনায় আয়ু কমে এলে আকাশে উড়তে থাকে ক্ষূধার্ত শকুন! তিলকমাটি খুঁড়ে জন্মবৃত্তান্ত জানতে গেলে কৃষ্ণগহবর ফুঁড়ে বেরিয়ে আসে কল্পিত কনিকার প্রচলিত তত্ত্ব!
এ্যামিবার বাহুডোরে জীবন সাজিয়েছে-এক অন্তিম জলজ শিহরন―
লালঠোঁট টিয়া পাখির রঙশাস্ত্রই মূলত জীবনের বিচিত্রতা...
----------------------------

পরকীয়া


আকার-বিকারের প্রকারান্তরে
অন্তরের সব বিষাধ ঢেলে দাও।
জীবনের আপদগুলো বিপদ হয়ে ধরা দিলে
যাপনচিত্র থিয়েটার মঞ্চ হয়ে যায়...
স্তুপিকৃত যুক্তির শক্তিতে
বিষন্নতায় ভরা জলাধার পাঠ করে
মুক্তির সুধামন্ত্র!
আলপথে মাড়িয়ে আসা থেতলানো ঘাস জানে
সত্য জীবনে মিথ্যে অভিনয়ের ইতিবৃত্তান্ত...
-------------------------

সীমান্ত হেলাল
সম্পাদক-সুবর্ণ
হাজীর হাট,
মনপুরা, ভোলা,
বাংলাদেশ।
মোবাইলঃ০১৭১২৩৪৬০৮৪,

No comments:

Post a Comment