সুদীপ্ত মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সুদীপ্ত মন্ডলের কবিতা





আমাকে জাগাও


ঘুমিয়ে পরেছিলাম ভোরবেলায়
কেন ডাকলেনা তুমি আমায়
ঘুম ভেঙে দেখি শিউলিরা ঝরে
গেছে সময়ের অবহেলায়
ইদানিং বড় বেলা বয়ে যায়
মিতা আমার 
আমাকে তুমি জাগাও জাগাও
আমাকে সরাতে হবে এই শরতের
আকাশের সর্বনাশী কালোমেঘেদের
ফোটাতে হবে অজস্র শিউলি ফুলেদের
তোমার ঘাসে ঘাসে কাশ ফুলেদের দোলায়
শুনি কার আগমনী বার্তা
ওই বুঝি বাজে আলোর বেনু
আমাকে তুমি জাগাও জাগাও
ঘুমের ভেতরে আমাকে ঘুমাতে দিওনা।

অধরা মাধুরী 


ঝিনুকের ভেতর  মুক্ত চাঁদ 
নেবে বলে ওরা এল তোমার
কাছে হে প্রিয়
পেলনা কিছুই
দখলদারী দিয়ে কি ভালোবাসা 
হয় কখনো
তোমার রুপে মজে প্রমোটারের 
লোভি চোখ দিয়ে ওরা দেখে তোমায়
তুমি লুঠ হও প্রতিদিন
তবু তোমার মনের দখল ওরা পায় না
ভালোবাসলে চাঁদও নেমে আসে
এই হৃদয়ের কাছে
তোমার ওই হরিনী মন ছূটে বেড়ায়
সবুজ ঘাসে ঘাসে
কেও পায়নি তোমার  সেই কস্তরী মৃগ
সে তো অধরা মাধুরী
আমার সারাজীবন যাবে তোমার
মনের অতল পেতে
থাক সে অধরা মাধুরী হয়ে
যে টুকু পাই আমি কুড়িয়ে রেখে দিই
এই হৃদয় পাত্রে।

=======================

সুদীপ্ত মন্ডল 
আন্দুল,হাওড়া


No comments:

Post a Comment