শুক্লা মালাকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

শুক্লা মালাকারের কবিতা

*রোদ*




ঝাঁকে ঝাঁকে সাদা মেঘ

গায়ে হাওয়া লাগিয়ে উড়ছে

রঙিন পাটকাঠি চাঁদিয়াল

মনের দেয়ালে স্পষ্ট হচ্ছে তার মুখ

মলে-মার্কেটে উথলে পড়া ভীড়



ভীড় জমেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা

অসহায় মনগুলোতেও

শরৎ শিশিরে স্নান সেরে শিউলি ঝরে

চ্যানেলে চ্যানেলে তার আসার খবর

দিনগোনা,

দিনগুনছে তারাও

কুঁচি কুঁচি বিক্ষিপ্ত জীবন

কুড়িয়ে তোলার আশায়



তোমার বাৎসরিক আগমনীর সঙ্গে

পদ্মগন্ধ মাখা পরিপূর্ন রোদ আনবে কবে?



*নেশাড়ু*




আলগা ধরে রেখেছ হাত

যেন ভাসিয়ে দেবে উপকূলে

ছাপিয়ে যাওয়া জলে রোজ

ছুঁয়ে যাও প্রতিবেশীর দেয়াল

তোমার আলটপকা মন

চাঁদের আলোয় নেশাড়ু বালিয়াড়ি

ধরতে গেলেই ঝরে পড় নতুন কিনারায়

কাশবন, ঘাসবন ফাঁকা হলে

মুঠোয় ভরে দাও শুকনো হলুদ ফুল।

No comments:

Post a Comment