দুলাল প্রামানিকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

দুলাল প্রামানিকের কবিতা



তোমার ছোট ছেলেটা ভাল আছে তো ? 

         

সুমন , তোমার ছোট ছেলেটা ভাল আছে তো ?
নরম বিছানায় শুয়ে যে স্বপ্ন দেখতো 
সবকিছু সে অবহেলে করবে হাতের মুঠোয় ?
হয়ে গেছে দেরি , মাটি আজ শক্ত ও কঠিন ।
শিরদাঁড়াটা তার দেখলাম সেদিন --
অনেকটা বেঁকে গেছে , ঘুম ঘুম চোখ তার ---
চোখে কীসের ছবি ? আতঙ্ক না উল্লাস 
চোয়ালটা তার আর একটু শক্ত হোত যদি ,
ঠোঁটে ঠোঁট চেপে লড়তো অদম্য প্রয়াসে 
ঘামে ভেজা মাটি কথা বলতো তার সাথে ।

সে মাটিটা আর মাটি নেই আজ 
 ছোট ছেলেটা হারিয়েছে হাঁটার সাহস বুঝি ?
রঙিন স্বপ্ন দেখা চোখে সে স্বপ্ন আর নেই ;
হারিয়ে গেছে সে অনেক অনেক বছর আগে ।
-------------------------:    :-----------------------------

দুলাল প্রামানিক 
গ্রাম +পোস্ট :বোখারা 
থানা : সাগরদীঘি 
জেলা : মুর্শিদাবাদ 

No comments:

Post a Comment