মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

মোনালিসা পাহাড়ীর কবিতা

জাগতিক



বরফ বিকেল গলতে গলতে আধখানা
আঁধার চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আকাশের গা বেয়ে
হলদে বিকেলে মিশে ছড়িয়ে পড়ছে দিগ্বিদিক
খেয়ালী মনের পাতায় আবেগের কেলাসিত
কণা কণা রোদ ঝিকমিক
মন খারাপের নাও স্বপ্নের খেয়াঘাটে ভিড়ে
জলকেলীতে মত্ত...

তারপর পাখ পাখালির তীক্ষ্ণ চিৎকার
'ঘরে ফিরে এসো...,
আঁধার রাত্রে খড়কুটোর নীড়ে, নিশ্চিন্ত যাপনে'
ফিরে আসি অবুঝ বেয়াড়া মন টাকে নিয়ে
টেনে হ‍্যাঁচড়ে বাদুড় ঝোলা করে ঝোলাতে ঝোলাতে এনে ফেলি ভাঙাচোরা
গেরস্থালির মাঝে...মিশে যাই সাবলীলতায়।

=================================



মোনালিসা পাহাড়ী
প্রযত্নে-চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন,পশ্চিম মেদিনীপুর,721451

No comments:

Post a Comment