Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবি সামসুন্নাহার ফারুক –এর একগুচ্ছ কবিতা



জানালাটা খুলে দাও প্লিজ



পাতা ঝরার কাল সমাগত প্রায়
বসে আছি সূর্যাস্তের অপেক্ষায়
জীবনটা সত্যিই মোহময়
আমি নুতন ভোরের বিস্তার দেখতে চাই
পল্কা বাতাসে অরণ্যের গান শুনতে চাই
বাধা দিও না প্লিজ, ‘না’ বলো না।

শ্রাবণের ভরন্ত পেয়ালায় পাগলা আষাঢ়ী
নেমেছে দুর্দান্ত লয়ে
মৃত্তিকার শরীরে রূপালী কিংখাব
পার্কের বাতাসে উদাসী সন্ধ্যার কারুকাজ
ঘনায়মান অন্ধকারে মায়াবী আলোর রোশনাই
এমন অভুত সময় নিবিড় মমতায়
কে যেন ভালবেসে সুগন্ধি ছড়ায়
কে যেন ভালবেসে কবিতা শোনায়
আমার বড্ড ইচ্ছে করছে তাকে ছুঁয়ে যেতে।
ঝলমলে স্বপ্নেরা এখনো দ্যুতিময়
বাসন্তী পূর্ণিমা আমাকে জাগিয়ে রাখে
জীবনে আগামীকাল নাও আসতে পারে
এখনই সময়-
জানালাটা খুলে দাও প্লিজ
আমি বৃষ্টির গান শুনবো।




দীপ্তিময় ঠিকানায়


ইথারে ভেসে ভেসে
শব্দেরা নিঃশব্দে আসে
উঁকি দেয় পর্দার ফাঁকে
জুড়ে বসে লেখার টেবিলে
কলমের ডগায়
জোছনার সুগন্ধি সৌরভে
রাত্রির চারুকলায়
হিমাঙ্ক তাপমাত্রায়
একটুখানি উষ্ণতা পেতে চায়
খাতার পাতায় দ্রুত সেগুলো লিখি
লেখা হয়ে যায়

ভোরের উইন্ডস্ক্রীনে ডিম-কুসুম আলোক প্রভায়
ব্যঞ্জনার ইন্দ্রজালে সুন্দর অনুভূতিগুলো
হয়ে ওঠে প্রাণবন্ত দ্যুতিময়
অভীষ্ট ঘোরে ডুবে যেতে যেতে দেখি
অপরূপ মুগ্ধতায়
শিল্পিত কবিতাটি নোঙ্গর করেছে
দীপ্তিময় ঠিকানায়।



আমি কবিতা হয়ে যাই 


অমন করে তাকালে
আমি কবিতা হয়ে যাই
শমিত আগুনে পুড়ি
স্মৃতির পসরা সাজিয়ে
রাত জেগে জেগে লিখি
লিখি প্্েরম লিখি ভালোবাসা
সুনিবিড় সান্নিধ্য মুখোমুখি
নৈঃশব্দ্যের উচ্চারণে আঁকি
সমর্পিত হৃদয়ের নিখুঁত আলপনা
উষ্ণতার ইন্দ্রজাল মদির সম্মোহন
প্রতীক্ষার ফ্রেমে জলরঙা ছবি
প্রাণবন্ত বৈকালিক আড্ডায়
চিত্তহারী হৃদয়ের সৃজনী আভায়
তরঙ্গায়িত সুখ আছড়ে পড়ে
তুমল তীব্্রতায়
দারুণ অগ্নিময় ক্ষণে নামে বর্ষণ
শুনি জীবনের কলধ্বনি
ভিতরে তোলপাড় উৎসব আয়োজন
সিক্ত হই তুমি আমি
আমরা দু’জন
ধূমায়িত কফির পেয়ালায়
চোখে চোখ রেখে অমন তাকালে
ঘোর অমাতেও পুর্ণিমা ফোটে
আমি মনোময় কবিতা হয়ে যাই।





সুহিত লগন


প্রফুল্ল সঙ্গীতে
বিমুগ্ধ ভঙ্গীতে
গভীর প্রণয়
আদিম ঝড় তোলে নরম মুদ্রায়

সুহিত লগনে
সুগন্ধী স্বননে
নিভৃত আসরে
অজ্ঞাতে ভরে উঠি কানায় কানায়।


আনন্দ ভৈরবী


হিমাঙ্ক তাপমাত্রায়
যদি বরফে ঢেকে যায় মানচিত্রের মুখ
জ্বলন্ত অগ্নির সন্ধানে
চুম্বকিও আকর্ষণে
টেনে নিও কাছে
কঠিন আবেষ্টনে ভেঙ্গে দিও দ্বিধা
শ্বাসে শ্বাস মিলাতেই দেখা যাবে
তাবৎ উষ্ণতা ভরা শৌভিক মায়া
শীতল পাজরের বুকে পর্বত চূড়ায়
তারকাপুঞ্জের স্নিগ্ধ মেলায়
অরণ্যের উচ্চাঙ্গ সঙ্গীতের রক্তিম রাগমালা
আরও একটু কাছাকাছি হলে
মিহিন মমতায় উচ্ছ্বাসের নান্দনিক কারুকাজে
মহাকালের সিঁড়ি বেয়ে নেমে আসা মায়াবী আলো
ঘোরগ্রস্ত অনুরাগে শোনাবে বৃষ্টির গান
সমৃদ্ধ বাসনার সম্মিলিত কোরাস।

জীবনের কক্ষপথে নিঃশব্দে জলরং এঁকে যাওয়া
ইলোরা অজন্তা আদলের দুÕজন মানব মানবী
তুমুল বাজাচ্ছে তখন আনন্দ ভৈরবী।
------------------------------------------




সামসুন্নাহার ফারুক,
ঠিকানা: এ-২, বাণিজ্যবিতান সুপারমার্কেট, ইস্টকর্ণার, ২য়তলা, নীলক্ষেত, ঢাকা-১২০৫, বাংলাদেশ। 









মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত