তপন কুমার মাজির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

তপন কুমার মাজির কবিতা

ফুটবে সূর্যমুখী



ঝর্ণার জলতরঙ্গে পাহাড়িয়া সুর উঠলে
দূরের মায়াপরীরা উত্তাল ঢেউয়ে বিছিয়ে দেয়
ছায়া পালক।

ঘনায়মান রাতের পাতা হতে বেঘোরে চুইয়ে পড়ে জলজীবন,
চাকাচাকা গায়ের আঁকাবাঁকা পথ বেয়ে নেমে আসে রক্তস্রোত।
চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডে মৃত চরিত্রদের ভিড়ে স্তূপিকৃত হচ্ছে যে ইতিহাস
তা কালসিঁড়ি বেয়ে ক্রমশ নেমে যাচ্ছে
বিস্মৃতির সীমারেখায়।

অলক্ষ্যে হয়তো বইছে হিরণ্য নদীর সহস্র ফল্গু...!
অন্যদিকে জান্তব চাহিদাদের পাথুরে নাভির উষ্ণ প্রস্ববন হতে অবলীলায় ঝরে পড়ছে
রক্তের ফোয়ারা।

সলতে বেয়ে শিখার প্রান্তে তখন অদ্ভুতভাবে নেমে আসে সন্ধ্যা--মরুস্বপ্নের মতো !
জীবনবাঁকে খোদিত হয় চুপিচুপি লাশঘরের পরিসংখ্যান...

শিশিরে ভেজা পাপড়ির মর্মরিত পাতায় হয়তো গীত হতেই থাকবে অশ্রুত ব্যালাড
ছায়াপথের কুণ্ডলী সরিয়ে তবুও তো জোনাকিরা উড়বে মেঘেদের বারান্দায়,

আবার রাতের ক্যানভাসে অদৃশ্যরা যতই আঁক কাটুকনা কেন
প্রহরের পানসি বেয়ে সমাগত ভোরের আলোয় উঠবে প্যাঁচাদের ডাক,

ফুটবে সূর্যমুখী...!



--------------------------------------------------------
Tapan Kumar Maji, Asansol, 23/10/18,
---------------------------------------------------------

No comments:

Post a Comment