শিশিরবিন্দু দত্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

শিশিরবিন্দু দত্তর কবিতা

অন্ধকার  


আজ এক অন্ধকে অন্ধকার বিষয়ে জিগ্যেস করেছিলাম।
সূর্যের ন'টা গ্রহের নাম বলতে বলতে সে আমার দিকে তাকিয়ে জানালো,  এগুলোকে না জানাই অন্ধকার। 
মানুষকে  না বোঝাই  অন্ধকার। 
ভালোবাসাকে  ভালো বাসার থেকে বঞ্চিত করাই অন্ধকার। 
অসহায় প্রতিবাদগুলোকে নির্মমভাবে  হত্যা করার পন্হাই অন্ধকার। 
সদ্য ভূমিষ্ঠ ভারতমাতাকে  অতি সন্তর্পণে ঝোপের আড়ালে ছুড়ে ফেলাই অন্ধকার। 
বুভুক্ষুর পেটে  লাথি মারতে মারতে উল্লাস করাই তো অন্ধকার। 
সৌন্দর্যের স্থায়িত্ব না জানা, 
যোগ্যতার মর্যাদা না  মানা,
 দুঃশাসনের নির্লজ্জতার জের টানা আর    বুনোপশুর মতো, ঝোড়োপাখির মতো বেঁচে থাকার চেষ্টার ওপর হামলা চালানোই অন্ধকার। 



আমি  অসুস্থ হয়ে পড়বার আগেই অস্হিরভাবে বলে ফেললাম,  থামো ভাই, থামো। 

লোকটা  থেমে  গেল। 
আমি ও। 

শুধু  ভাবলাম,  ও আলোর কথা একবারও উচ্চারণ  করলো না!! 

===========================================


@শিশিরবিন্দু দত্ত ।। হলদিয়া

No comments:

Post a Comment