সজল কুমার টিকাদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সজল কুমার টিকাদারের কবিতা


ধর্ষণ বোলো না



তোমার জ্যোৎস্নায় ডুবে যেতে চাই।

উত্তাল সমুদ্রের তরঙ্গ আঘাতে 
যদি এ জাহাজ ডুবে যায়
তবে আতৃষ্ণা ডুবে থাকতে চাই সে প্রবালের দেশে।

তোমার শরীরের চন্দনের ঘ্রাণ প্রেমিক কাঠুরিয়াকে 
যদি উজ্জীবিত করে ভালোবাসার কুঠার চালাতে
তবে,তুমি যেন তাকে

ধর্ষণ বোলো না!

----------------------------------------------------------------
সজল কুমার টিকাদার
আরামবাগ,হুগলি




No comments:

Post a Comment