আবদুস সালাম এর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

আবদুস সালাম এর কবিতা


ভোকাট্টা    


ইচ্ছের লাগাম কসে স্বপ্নেরা খেলা করে
তরতাজা বাগানে মেতে ওঠে রজনীগন্ধা 
বাতাসে ভাসে  মিহি মিহি ঘুম্
অলৌকিক  বিশ্বজয়

চলার খেয়ালে বিরাম হীন পথ
সুপথে কুপথে ঢেউ কাটাকুটি খেলা
ঐ পথেই ভুলের কাঁটা বিছানো স্বপ্নের স্টেশন

অলৌকিক  স্টেশনে ইচ্ছেরা ঘুড়ি  ওড়ায়

ভালোবাসার কথা  শুনলে তারারা খসে পড়ে
মাথার ওপর ভেঙে পড়ে দুঃখের কুঁড়ে ঘর
       মন্দিরে মন্দিরে পূজো হয় অপরাধ- বিজ্ঞানের
মর্গে মর্গে শুয়ে থাকে ভালোবাসা র লাশ

ঘুড়ি ভোকাট্টা হয়

@@@@

দহন


অনন্তশূন্যতার  ছায়া তাড়া করে
দিন চলে যায় বিষাদে
তপ্ত বালুচরে ডানা মেলে আশা
নির্ঘুম বিছানায় দাপিয়ে বেড়ায় অযাচিত প্রেমের সন্ত্রাস

নীরব তিথিতে মনখারাপ থাবা মারে
সব আলো মুছে গেলে পিপাসার  মুহূর্তরা  দুলে ওঠে
ঘুরে ফিরে আসে  দিনবদলের ছায়াছবি

শূন্যতা র টেবিলে জড়ো হয় দীর্ঘ শ্বাস
অন্তর্দাহ কুরে কুরে খায়
বিনম্র আর্তনাদে কেঁপে ওঠে বাসভূমি

দিন বদলেছে বলে অনেক কিছু ই আমাদের মেনে নিতে হয়
=====================



 

No comments:

Post a Comment