দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

দুলাল সুরের কবিতা

 দেবী দুর্গা


শ্বেত শুভ্র নীল আকাশে
দোলা লাগে কাশের বনে,
ঝরা ফুলের শিউলিতলা
শিশির ভেজা সকালবেলা।

ফুল কুড়ানোর ছেলেবেলা
বাঁধন-হারা প্রানের মেলা,
পুজোর গন্ধে মাতোয়ারা চারিদিকে
মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সব পুজোর আয়োজনে।

শুভ মহালয়ার সন্ধিক্ষণে
মহামায়ের যাত্রা শুরু কৈলাস হতে ধরাধামে,
উলুধ্বনি আর শঙ্খ বাদ্যে
মর্তবাসী বরণ করে দেবী দুর্গা মাকে।

মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবী মার চরণতলে
নবমীতে জমিয়ে খাওয়া, ঠাকুর দেখা সারাটি রাত ধরে,
মহাদশমীতে মা ফিরে যাবেন শ্বশুরবাড়ি
চোখের জলে বিদায় জানান সকল মর্ত্যবাসী।
***********************************************
দুলাল সুর – শ্রীনগর ১ নং,                           
মধ্যমগ্রাম, কোলকাতা – ৭০০১২৯।                 
মোবাইল – ৯৮৩৬৮৭০৮৬৪   

No comments:

Post a Comment