বলাই দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

বলাই দাসের কবিতা


 " তুমি "

""""""""""""""""""""""""""""""""""""""""""

অনেক প্রতিক্ষার পরে--
সু-শোভন শারদ সংখ্যা পেলাম ডাকযোগে 
সঙ্গে একটি চিঠি
' তোমার লেখা প্রকাশ পেয়েছে 
তাই দু'খানা বই পাঠালাম
একটি লেখক কপি অন্যটি 'উপহার'
যাকে ভালো লাগে দিয়ো।

জীবনের প্রথম লেখা প্রকাশ!  আনন্দে মন দিশেহারা 
হৃদয়ের মাঝে দারুণ সুখানুভূতি
উল্লাসে উৎফুল্ল মন, পরক্ষনেই চোখ ঝাপসা হয়ে এলো
ছোট্ট চিঠি কি নিদারুণ যন্ত্রনা 
বার বার পড়ছি আর ভাবছি 
যাকে ভালো লাগে তাকে......

মনের গভীরে এক অজানা আনন্দ
             মোচড় দিয়ে ওঠে--
সম্পর্কের হৃদয় আঙিনায় শুধু
তোমাকে দেখার দারুণ ব্যাকুলতা 
এই শারদ প্রাতে অন্তরের ব্যথা আর গোপন না রেখে 
চোখের গরম জলকে বাষ্প করে উড়িয়ে দিয়ে
হৃদয়ের সমস্ত ব্যথা-- বেদনাকে জলাঞ্জলি দিয়ে
কলঙ্কের মালা গলায় পড়ে উচ্ছ্বসিত কন্ঠে
বলতে ইচ্ছে করছে ---
যাকে ভালোলাগে- সে তো ' তুমি'! 
            ~~~~~~~~~~~~~~


নামঃ-- বলাই  দাস, কুয়েত। 
গ্রামঃ-- শান্তিপুর(৬নং গেট), 
ডাকঃ-- মেচেদা,  পিন-- ৭২১১৩৭.
জেলাঃ-- পূর্ব মেদিনীপুর।
         ================     
                                                  

No comments:

Post a Comment