সন্দীপ পালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সন্দীপ পালের কবিতা



সন্ধে নামার আগে

ভালবাসা গলে যায় আঙুলের ফাঁকে
চেনা বৃষ্টির কান্না;
গাঢ় নীলে মেঘ জমে আসে-
জলে ভেসে  গেছে রাজকন্যা;
চুন হলুদের মলমে জোড়া দেয় পাঁজরের ভাঙ্গা হাড়;
চেনা রাজপথে হারিয়েছি অগভীর কান্না।
টুকরো বিকেল হলুদ আলো, মেঘেদের খুব ছাড়
            -------------

ঢেউ   
         
শূন্য একটা বালুর ঘর,
শেষ বলে শেষ হয়; কিছু নেই তারপর –
চার দেওয়ালের কোন অদ্ভুত ভাবে মিশে গেছে,
একদিকে একটু ফাটল; তারমাঝে অফুরন্ত স্মৃতি জমে আছে।
আজও যদি আকাশের ওই মেঘের নৌকায় ভাসি,
বাতাস হবে বিরহের অথৈ জল –
সব কিছু ছেড়ে চলে যাব,
তবু রেখে যাব মুখ ভরা হাসি।
শুধু এক খানি ফুল ফুটে আছে –
পাতা ঝরে আছে বহুকাল
এলোমেলো হয়ে আছে  সারা পথখানি,
ছিঁড়েছে স্বপ্নের জাল।
-------------

ক্রমেই দূরত্ব বাড়ছে
                      

কথা চুরি চুরি
বসিয়েছি বুকে ছুরি
নিস্পাপ চোখের কান্না থামাতে
জামার বোতামে নোংরামো
উড়িয়েছি সব টাকা, জমানো
তাই আজ রাস্তার নুড়ি
চুরি করে বাড়ির উঠোনে
এক মুঠো বৃষ্টি চুরি করে ছড়িয়ে দিলাম
যে যার মতো মেখে নিও।
ক্লান্ত শরীর জুড়ে নেমে আসে ঘুম
আমাকে একটু সময় দিও।
মুহূর্তরা  নিসচুপ
ভোরের আলোর সাথে-
কে কার সাথে যাবে-
আর কারা যাবে কোন পথে?
দূরত্ব  বাড়ে মানুষের সাথে মানুষের,
আলোকবর্ষেও  খুঁজে কি পাবে?




No comments:

Post a Comment