ইতিকা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

ইতিকা বিশ্বাসের কবিতা


"চুপ কেনো আজ"

.....................................................................

চুপ কেনো আজ বন্ধু তুমি বদ্ধ দুয়ার খানি
উন্মুক্ত মনের দ্বারে চাপা রেখেছো কষ্ট খানি।
আঁখির জলে আঁখি টলমল করে বলে কথা
এ জীবন সময়ে সময়ে পায় ক্ষত ব্যাথা।

কত দেখেছি মান-অভিমান হয়েছে শেষ এক নিমেষে
কত স্মৃতির ভেলা পাড় হয়ে যায় বেলা শেষে।
আমি এখন একলা বসে নিবিড়েতে শুনতে পাই ঘন ঘন নিঃশ্বাস
সবই স্বপ্নের কল্পনা রেখে যেতে হবে শুধূর বিশ্বাস।

দূর অনেক দূর বহুদূর আঁখির পাতায় আঁখির নয়ন মেলেনা না দেখেনা
সবই মাঝপথে থেমে যায় এই মনটা মানেনা সে তো জানেনা।
তুচ্ছ অতি তুচ্ছ আমি নগন্য আমি পরাজিত
তাই নিয়েছি হার মেনে খুঁজতে চাইনি সেই হার জিৎ।

No comments:

Post a Comment