ফিরোজ আখতারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

ফিরোজ আখতারের কবিতা




বিষমাখানো তির

..........................

একটা বিষমাখানো তির কি জানে
তার অগ্রভাগের ধাতব ত্রিভূজে বিষ রয়েছে ?
কত সহজেই একটা প্রাণ কেড়ে নেয় সে
অজান্তে...
তবে ব্যবহারকারী'র বৃদ্ধাঙ্গুলী ?
সেও কে জানে একলব্যের ব্যথা...

ছুটে আসা বিষতির বা ব্যাধের তুনীর
কোনটাই বিলাপ করে না তাদের কৃতকর্মের ৷

============================



কবি পরিচিতি
......................
নাম - ফিরোজ আখতার
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, 
ঠাকুরপুকুর, কোলকাতা - ৭ooo৬৩

No comments:

Post a Comment