দূর্গা চরণ ঘোষের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

দূর্গা চরণ ঘোষের ছড়া


  মরু হাওয়া

পুজোয় সবার নতুন পোশাক
         আমরা কোথায় পাবো!
স্কুলে যাবার একটি জামা
           সেটাই পরে যাবো।
বাবা আমার কৃষি মজুর
            খাটে পরের চাষে
এখন যে আর কাজ কিছু নাই
         ভরা আশ্বিন মাসে।
বর্ষা ভালো হয়নি এবার
           অনেক জমিই ফাঁকা
দুঃখ মাখা চাষীর আকাশ
          ধার দেবে কে টাকা!
রাতে বাবার ঘুম আসেনা
          চিন্তা রাশি রাশি
'একশো দিনের কাজ'টা হ'লে
         ফুটতো মুখে হাসি।
ভাবনা এখন,কেমন করে
          জুটবে খাওয়া দাওয়া
আমার খুশির কুসুম খসায়
             শুষ্ক মরু হাওয়া।
+++++++++++ ০ +++++++++++


দূর্গা চরণ ঘোষ
খোশনগর
যাত্রা
বীরভূম
৭৩১১২৪
৭৭১৮৩০৪০৩৬

No comments:

Post a Comment