পুজোর সানাই
মেঘের পালকি চড়ে
একটি বছর পরে
দুগ্গা আসছে ঘরে
শাপলা শালুক মিলে
ফুটেছে সাতনা বিলে
আনন্দে হিল্লোলে
তাকুড় নাকুড় ঢাক
বলছে হিসেব থাক
দিনটা খুশিতে যাক
সাজছে মামন মানাই
নাচছে কাঁকন কানাই
বাজছে পুজোর সানাই।
--------------------------------
সবিতা বিশ্বাস
মাজদিয়া নদীয়া 741507
ফোন- 8900739788
ধন্যবাদ।
No comments:
Post a Comment