Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

বিজয়ন্ত সরকারের অণুগল্প

স্পর্শক


মনে মনে এখনও বিপ্লব আগের মতই । সময় সরণে বটের ঝুরির অঙ্ক যতই বাড়তে থাকুক,
আবেগটা বদ্ধ - উহ্য কিছুটা । এই দু'হাতে সে যে কত কত যৌবনের ভাঁড়ার উজার
করেছে তার হিসাব সে নিজেও রাখেনি । বিপ্লব হঠাৎ হঠাৎ ফ্লাসব্যাকে যে মুখ গুলো
খুঁজে পায়- তাদের চাহিদারা এখনও চাঙ্গা..., নাঙ্গা গলিপথে কিংবা আড়ালের
উৎস্রোতে । তবু কখনও কখনও তো প্রতিবিম্বেও চরিত্র ধরা পড়ে, বদলের ইচ্ছা হয় ।
সে বহুবার চেষ্টা করেছে ধারালো কিছু দিয়ে নিজের অতীতটাকে ফালা-ফালা করে কেটে
একটা ঠিকঠাক মুখ বেছে নিতে, অথচ চেষ্টা চেষ্টাই থেকে গেছে । ভাবনার কোরকে একের
পর এক মুখ এসেছে আর নির্বাক দৃশ্যায়নে রেখে গেছে লুটে-পুটে নেওয়ার ক্ষরণ ।
বোধ আর অভিজ্ঞতার সমন বিনিময়ে পঞ্চ ইন্দ্রিয় প্রায় বিলোপ পাওয়া বিপ্লবের চোখে
ভেসে ওঠে বিজয়া দশমী । শ্মশান ঘাটে বসে থাকা বিপ্লবের শ্রবণে ধরা পরে ভাসান
পরবর্তী 'আসছে বছর আবার'এর নিশান । "আবার একটা বছর !", বিপ্লব ফ্যাকাসে হয় আরও।
ভীষণ নরম একটা হাতের স্পর্শ বিপ্লবের নজরে আসে । তিন-চার বছর বয়সী একটা মেয়ে ।
মেয়েটা কিছুই বলেনা...কেবল বিপ্লবের হাত ধরে টেনে নিয়ে যায় শশ্মানের বিপরীতে ।

বছর ৩০ পর...
গত কয়েক ঘন্টা কোনো জ্ঞান ছিলনা বিপ্লবের । সিনিয়র ডাক্তার বললেন 'এই বয়সে
ওপেন হার্ট সার্জারি একটু চাপের, যদিও আপনার ডাক্তার মেয়ে সামলে নিয়েছে
বাকিটা' । বিপ্লব বুঝতে পারে সেই হাতটা এখনও ছুঁয়ে আছে তাকে । মুখটা অবিকল
তেমন, ঠিক যেমনটার খোঁজে এতটা পথ !


............................




বিজয়ন্ত সরকার

ঠিকানা:
মিলন পাড়া, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩