অন্ধকার
যুগের আগেই চলে মানুষের বিচরণ
বলার পরে আর কোনো প্রশ্ন থাকে না
থাকে শুধু উত্তরের প্রত্যাশা
প্রশ্ন ও উত্তরের মাঝে একরাশ বিরাম চিহ্ন
তাল পাতার ঠান্ডা হাওয়াকে তুড়ি মেরে
বসে পড়ে এয়ার কন্ডিশন পারফিউমের সৌরভ
দূরত্ব সুন্দর করে কাছের মরীচিকা
চোখের পার্থক্যের তফাত্
আধুনিকার উপর আধুনিকতার তীব্র দাপটে
শুয়ে থাকি আয়ুরেখায়
রাত বাড়তে না বাড়তে
ফুটতে থাকে হিংসার মুকুল
প্রজাপতি এলেই সুড়ঙ্গ দিয়ে
গড়িয়ে পড়বে অন্ধকার।
বিভেদ
দেখার আগে চোখ বুজে যায় কথা
সন্দেহ বাড়তে থাকে ক্রমশ
বিভেদ খুঁজে দুই মেরু
======================
Manoj Kumar Roy
Vill--Dakshin jharalta (Madhya para)
P.o--Daukimari
P.s--Dhupguri
Dist--Jalpaiguri
Pin--735210
Mob--7797937566
No comments:
Post a Comment