কৌশিক চক্রবর্ত্তীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

কৌশিক চক্রবর্ত্তীর কবিতা


মেরুদণ্ডহীন



একান্নবর্তী হয়েছি আবার

সঙ্গে নিয়েছি আধখাওয়া মেরুদণ্ড-

বৃহতের দল নেই...

বেঁচে আছে অপবাদ... সমাজতন্ত্র... নৈতিক ভুল...

খোলা বুক চিরকাল অপরাধপ্রবণ

এখনো মেরুদণ্ড ঝুলিয়ে দিলে
নিত্য উড়ে এসে বসতে চায় হত্যাকারী শকুন-

একান্নবর্তী হয়েছি আবার
ক্রমাগত জামা দিয়ে ঢেকে নিচ্ছি ঋণ-
আমি জানি, আমি অপরাধী নই;
ভিত্তিপ্রস্তর খুঁড়ে একবার ডেকে নিও আমায়,
সমস্ত ক্ষমতার পাশে সকলেই শুয়ে আছি মেরুদণ্ডহীন... 
===================================


নাম: কৌশিক চক্রবর্ত্তী
ঠিকানা: 165/A, অন্নদা ভবন, ক্রাইপার রোড, পোস্ট- কোন্নগর, জেলা - হুগলী, পিন- 712235
ফোন নং- 9433759247

No comments:

Post a Comment