প্রসেনজিৎ বসাকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

প্রসেনজিৎ বসাকের কবিতা

এক_টুকরো_মুখের_হাসি




লোকচলতি ভিড়ের মাঝেই তাকিয়ে থাকা...

সকালের সূর্য ওঠার দৃশ্য আমার মনকে বিন্দুমাত্র
লোভাতুর করেনা, বরঞ্চ
বারবার দৃষ্টি আকর্ষিত লোকয়েত কোলাহলে
নির্বাক চাহনিতে তাকিয়ে থাকা মুখের দিকে
কিন্তু...
অবহেলা নিত্যসঙ্গী!

দুটো টাকার জন্য নানান ফাই ফর্মাস খাটা
তবুও মন জোগানো দায়!
এক টুকরো মুখের হাসি ফোটানো আমার কাম্য নয়
যাদের জন্য হাসি 
তাদের জন্যই হয়
আমার সাথে কেবল এ নিছক অভিনয়।

চেনা প্লটেই একেক দিন একেক চরিত্রে
কেবল...
সংলাপ পাল্টাতে হয় !
============================




No comments:

Post a Comment