কান্তিলাল দাসের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

কান্তিলাল দাসের ছড়া

আসছে উমা 



সাজলো আকাশ সাজলো বাতাস
সাজলো কাশের বন
আসছে পুজো উঠল সেজে
শিউলি ফুলের মন।
ঘাসের উপর পড়ছে ঝরে
শিশির মেখে গায়
শিউলি বলে এই তো এলাম
মাটির মায়ের পায়।

ঝিলের জলে ফুটল শালুক
পুজোর চিঠি পেয়ে
কমলাকোয়া রোদ উঠেছে
দেখছে সবাই চেয়ে।

বেশ বোঝা যায় আসছে ভেসে
ছাতিম ফুলের বাস
তাইতো শাঁওন গেছে কবে
এ যে আশিন মাস।

বারোয়ারীর দরদালানে
পোটোয় ঠাকুর গড়ে
কচিকাঁচায় অবাক চোখে
সেইখানে ভীড় করে ।

সাজছে ঢাকী শহরপানে
ফি বছরের মতো
যেতেই হবে পয়সা পাবে
সময় হচ্ছে গত।

বোষ্টুমি যায় শুনিয়ে মিঠে
আগমণী গান
মা আসছে ভেবেই নাচে
মুষড়ে যাওয়া প্রাণ।

আসছে উমা ঘরের মেয়ে
প্যাণ্ডেল সব সাজে
উৎসাহে আজ এদিক ওদিক
'আলোর বেণু' বাজে !
.................

 কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
(বেলতলা লেন)
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি
সূচক : ৭১২ ৪০৯


No comments:

Post a Comment