অরবিন্দ মাইতির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

অরবিন্দ মাইতির কবিতা


আর এক অধ্যায়




প্রাপ্তি নেই। প্রাপ্তবয়স্ক প্রেম বারান্দা থেকে ঝুলে কার্নিস--
মুগ্ধতা চেপে রাখি, সিগারেটে ঠোঁট যেন দগ্ধ অহর্নিশ!

চাঁদের জঙ্গল ভেঙে গর্তে সাঁতারু হয় বকেয়া আদর--
রাত্রে লুকিয়ে বেড়াই, পরকীয়া ডি এ চেয়ে-- বিধবা চাদর!

বিছানায় হবিষ্যি মাখি,সেলফি তুলে তোমাকে জড়াই
ধান নেই,ছাদেতে সাজিয়ে রাখি আগড়া ভর্তি মড়াই

ভবিষ্যতের পুঁজি ও আবেগ,স্বপ্ন মাখে কিছু ছড়ার কবিতা
মনের মগগুলো ডেঙ্গু ডেকে আনে, তবে ফাইল মানে নি তা।

অমৃত বিলি হয় কমদামে লাইনে দাঁড়াও আগামী শিশু
আস্তাবল তৈরি আছে,কেউ গর্ভবতী হলেই বাংলার যিশু

রাস্তায় হামাগুড়ি দেবে, ব্রিজ ভেঙে সাঁটানো পেরেক--
সংরক্ষিত প্রেম মাখি, তার মাঝে স্বপ্নে বাংলা বাংলা ব্রেক!






পুরোনো কেবিন




তুই!পুরনো জ্যমিতি বক্স!অনেক ইরেজারের দাগ
তোর ফর্সা গালে-- সম্পাদ্য ! উপোষী,উদ্বাস্তু অনুরাগ।

তুই ,ফিজিক্স খাতায় হিসেব কষিস নৈঃশব্দ্যের ব্যাস
আমার শোলার পাতায় ঝালমুড়ি,আর কাঁচালংকা।ব্যস।

এটাই পুঁজি।থালা ভর্তি চাঁদের চুমুর কলঙ্ক করি জড়ো
তুই, হাত বাড়ালে, হার্টবিটে। হোঁচট।আমি একটু জড়োসরো।

তুই বরের সঙ্গে অফিসে যাস।শপিংমলে।সানগ্লাসেতে ঢাকা
তোর সঙ্গে কথা বলবো।অনুঘটকহারা।নিরামিষি।ছাঁকা।

ধোঁয়া!এত কিছুর পরেও অঙ্কটা প্রেসার কুকার ভাঙে।
ছড়িয়ে পড়ে।দুটি আলাপ। ল্যাবোরেটরীর সায়ানাইড নামে
 ==========================================


অরবিন্দ মাইতি
সেনহাট,রাজহাটি বন্দর হুগলি
712417

No comments:

Post a Comment