অভিজিৎ মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

অভিজিৎ মন্ডলের কবিতা


      """অচেনা শেকড়""

                   

কতনা রঙিন রঙে রেঙেছো আজ ওগো অচেনা বিশ্বাস
প্রস্ফুটিত প্রজ‍্ব‍্যলিত সুশোভনে শোভিত তুমি আজও দাও শুধুই আশ্বাস।।

আধুনিকতার উন্মাদ উন্মগ্ন ঢেউয়ে ভাষালো সে নিজের সুভাষ রক্ত
জেনেও জানেনি আর বুঝেও বোঝেনি,, শুধু গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে রপ্ত।।

নেই অল্প কিছু সন্মান আর একটুখানি শ্রদ্ধা-ভালোবাসা
মুস্টিমেয় কিছু অস্বাধীন চাহনিতে ভরপুর যত লোভ-লালসা।।

অনন‍্য সে,অনন‍্য তার প্রতিভা
গুনগুনিয়ে রুমঝুমিয়ে আসে ফেরাতে মনের চঞ্চলতা
মিষ্টি হাসির গোলাপ ফোটে তারই আঁচল তলে
জলছবি আঁকে ঐ সাদা মেঘের খামে, শিশির ভেজা ঘাসে,আর খুনসুটি করে লজ্জাবতীর কুটিলতা।।

প্রনম‍্য তারা যারা লিখে রেখে গেলেন 
রক্তিম সূর্যের মৃদুময় আভাশ্বাস উত্তম বীনাপানী

এসো সবাই মিলিয়ে যাই আমরা তাদের মাঝে 
এক ভৌতিক স্বপ্নময় মনপাখি হয়ে 
যাদের আমরা 'অচেনা শেকড়' মানি।।


ঠিকানা
নাম-অভিজিৎ মন্ডল
বাড়ি-সবং
পশ্চিম মেদিনীপুর
মোঃ-৭৪০৭৬৮৯৩৭৫

No comments:

Post a Comment