শুভাশিস দাশের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

শুভাশিস দাশের কবিতা


দুর্গা কে


আর কত নররক্ত পেলে তুমি তৃপ্ত হবে
আর কত মা র  কোল খালি হলে
তুমি আমাদের প্রিয় দুর্গা হয়ে উঠবে
উৎসব মুখে এ প্রশ্ন জেগে ওঠে বারবার
আমাদের যাপনে উৎসব মানেটাই আজ ফিকে হয়ে গেছে .........হে   মা  দুর্গা !
--------------------------------------------


শুভাশিস দাশ
দিনহাটা
কোচবিহার

No comments:

Post a Comment