শিকড়
খয়েরি রঙের গাছ টায় দুবেলা জল দিই
রোজ সালোকসংশ্লেষের খবর নিই
যদিও গোড়ার মাটি আলগা
তবুও ক্লান্ত শরীর ছায়া নিতে আসে বারবার
সে ফেরায় আর আমি ফিরি
পুরনো অভ্যাস কি শিকড়ের খবর রাখে?
==========================
##পিয়ালী সাহা
নাগপুর
No comments:
Post a Comment