মউলি বনিকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

মউলি বনিকের কবিতা

মঞ্চাভিনয়


সাজানো মঞ্চে ঘুরছো ফিরছো তুমি মঞ্চাভিনেতা নিত্যকার,
কটিবন্ধে শাণিত ফলা তরবারি তোমার মুক্তি পায় না।
গর্বিত বীরসজ্জা শিরস্ত্রাণ লৌহজালিকে ঝলসায় অহঙ্কার
দর্শকাসনে বসে দেখি অভিনয়- তোমাকে চেনা যায় না।
যে সুন্দরী নারী তোমার বাহু ও বক্ষলগ্না এখন রাণী নামে,
তোমার বুকের বাম উপকূলে যে শুধু তরঙ্গ জাগায় উত্তাল,
তরঙ্গ গর্জন তার সামনে এসে থামে রাত্রির মধ্য যামে -
সাজঘরে দেখা সাজখসা দেহে বহু অনুরাগ চিহ্ন, ছেঁড়ে স্বপ্নজাল।
যে সহ-অভিনেতা বিশ্বস্ত বীর সেনাপতি বেশে কঠিন সময়
অতি অনায়াসে অবহেলা ভরে চূর্ণবিচূর্ণ করেছে অহঙ্কারে,
সেই একদিন সাধের মসনদ নেবে কেড়ে, জানে অন্ধভয়-
আলেয়ার আলো দপ্ করে জ্বলে মিলায় নিকষ অন্ধকারে।
অন্ধকারে অবগাহন সন্তরণ, অন্ধকার তরঙ্গ পেরিয়ে চলা
আলোকরশ্মি খুঁজে ফিরি; মুক্তি-আলো কি আশ্চর্য উষ্ণ নরম!
তবু সেই মঞ্চ, আলো নেভা, সাজঘরে সাজবদল,সংলাপ বলা
ধার করা সম্পদ - তবু রক্তে গেছে যে মিশে সে চরম ভ্রম।
=====================================

No comments:

Post a Comment