কৌশিক বড়ালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

কৌশিক বড়ালের কবিতা


শরৎ-এ জমা কিছু কথা 



ভেসে বেড়ানো কিছু রোদ্দুর আর
পেঁজা তুলোর মতো মেঘ জড়িয়ে যাচ্ছে
ভাসিয়ে নিচ্ছে কতো কতো গল্প-কবিতা
আর কিছু ধুলো নিয়ে উড়ে যাবে নিমেষে
যেখানে কাকভেজা শহর গল্প বলে
ঘুম জড়ানো চোখের অলস্য বালিশে
ঢাকের বাদ্যি যেখানে কানের গুহার পাশে
থাকে অপেক্ষায়, উমা এলে শহরে
অ্যাসিড বৃষ্টি নামতে পারে অমৃত ভরা গেলাসে
যেখানে সারাদিন দুটো শালিক বসে বসে দেখে
কীভাবে কেউ কেউ পুজোতে প্রিয়জনের অপেক্ষায় থাকে
সেই খবর তুমি না রাখলেও, তোমার শরৎ এর মেঘ রাখে৷

                   ================

কৌশিক বড়াল, কান্দী, মুর্শিদাবাদ

No comments:

Post a Comment