রূপঙ্কর চক্রবর্ত্তীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

রূপঙ্কর চক্রবর্ত্তীর কবিতা

বিষ বৃক্ষের সামনে



আমি বিষ বৃক্ষের সামনে দাঁড়িয়ে
প্রাণের ভিক্ষা করি।
একের পর এক কংক্রিটের খাঁচা দিয়ে
ঘিরে ফেলে বলি, সরি!
অনেক পকেট আছে, যা ভরতে গিয়ে
একটা দুটো ভুল করতেই পারি।
তোমার মধ্যে ধীরে ধীরে বিষ ছড়িয়ে,
আস্তে আস্তে তোমাকেও ছাড়তে পারি।

আমি বিষ বৃক্ষের সামনে দাঁড়িয়ে
প্রাণের ভিক্ষা করি।
প্রত্যেক রাতে,
আমি অর্থের প্রেমে পড়ি।।


-----------------------------------------------------



নাম : রূপঙ্কর চক্রবর্ত্তী
ঠিকানা : বি ডি ও পাড়া, শ্রীপল্লী, মেমারী, বর্ধমান
ফোন : 9083692608

No comments:

Post a Comment