পল্লব দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

পল্লব দাসের কবিতা


       রামধনু


নীলসাদা রঙিন দুনিয়ার
আবেগবর্জিত ভালোবাসা
ফুটো হওয়া ওজন লেয়ার
রাজনীতির হাতে ভলিবলে
আর মন ভরে না
পেট ভর্তি ভাত
মন ভর্তি লিপ্সা
আর আকাশ ভর্তি রামধনু চাই
  =============

No comments:

Post a Comment