শ্রেয়সী পোদ্দারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

শ্রেয়সী পোদ্দারের কবিতা



সুখে-দুখে আগমনী



তুমি এলেই শিশির যত পড়বে ঝরে
ঘাসের ডগায়, আলো ছায়ার মাঝে,
তুমি এলেই আগমনী গান, শরৎ আকাশ
কাশের বন, আর শিউলি ফোঁটে সাঁঝে,
তুমি এলেই ঢাকের বাদ্যি, হৃদয় মাঝে
ড্যাম কুর কুর, আনন্দ গানের সুর,
তুমি এলেই সুখের হাওয়া, হাজারো বিষাদের
কালো মেঘ তখন, হৃদয় থেকে দূর।

তবুও কোথাও রাত্রি এখনো আলোয় ওঠেনি ভরে
একটু খানি রাতঘুমেরই, স্বপ্ন এখন দূরে;
মায়ের পুজো, স্থান কেড়েছে ফুটপাথেরও কোন,
আনন্দ তখন বিষাদ হয়, গভীর দুঃখে মন।
আরেক গ্রামে ঢাক বাজেনা,
পুজোর সময় চুপ
ঢাকীরা সব অন্য কোথাও
জাগায় পুজোর রূপ!
========================

শ্রেয়সী পোদ্দার,
রাধাগোবিন্দ কলোনী,
শেওড়াফুলি, হুগলী,

No comments:

Post a Comment