মোহাম্মদ ইমাদ উদ্দীনের কবিতাগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

মোহাম্মদ ইমাদ উদ্দীনের কবিতাগুচ্ছ

কবিতা:০১
-----------------

পথ শিশু


পথ শিশুদের নেই কোনো ঠিকানা
এদিক সেদিক ঘুরে বেড়ায়।
কত শত ছেঁড়া কাপড় পরে
দ্বারে দ্বারে ভিক্ষা করে।
থাকে সারাবেলা অনাহারে
শুধু খায় ডাস্টবিনের নষ্ট খাবার।
একমুঠো খাবার জোগাতে তবুও পারে না
টাকার জন্য পিছু ছাড়ে না।
রাত হলে শুয়ে পড়ে
রাস্তার ফুটপাত কিংবা স্টেশনের পাশে।
বুকে থাকে কত হাজারো স্বপ্ন কত আশা
সব শেষে কিছু হয় না গড়া।


কবিতা:০২
----------------

জ্যোৎস্নার রাত


জ্যোৎস্নার রাতে প্রকৃতি চন্দ্রে,
রূপালি আলোতে যায় ভেসে।
চোখ জুড়ানো মন মাতানো,
কত সৌন্দর্যের মনোরম ?
নীল আকাশে মিটমিটি তারা,
প্রকৃতির সৌন্দর্য করে মনোরম।
পূর্ণিমা চাঁদের আলো করে ঝলমল,
বৃক্ষরাজি মৃদু বাতাস নড়ে।
জ্যোৎস্না রাতে প্রকৃতির মনোরম দৃশ্য,
ক্ষণিকের জন্য দূর করে দুঃখ-কষ্ট।

কবিতা:০৩
-----------------

শরৎ


বাংলার সংসার ষড়ঋতুর রঙ্গশালা,
এ দেশ ঋতু বৈচিত্রের লীলাভূমি।
বর্ষার বিষনতা অতিক্রম করে,
জ্যোৎস্না ও পুষ্প সুষমা নিয়ে আগমন করে শরৎ।
চাঁদের কিরণে পথ ঘাট অপরূপ,
সৌন্দর্য মন্ডিত হয়ে উঠে রাত্রিকালে।
প্রফাত শেফালী ফুলের,
সৌরভে ভরে উঠে শরৎ।
সুনীল গগনে মাঝে মাঝে,
সাদা মেঘ স্তূপীকৃত হয়ে বেড়ায় শরতের।
দিনের সোনালী রোদ্দুরের ঝিলিমিলি,
রাতের ধবধবে জ্যোৎস্নার ক্লান্তি নিয়ে শরৎকাল।
====================



মোহাম্মদ ইমাদ উদ্দীন
C/O,মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পো: অফিস পূর্ব জোয়ারা
(৪৩৮০), চন্দনাইশ, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮২৫৮৬৬৪০৫

No comments:

Post a Comment