জলের ব্যাকরণ
জলে স্থিরতা আসে--
যখন, হাঁটতে হাঁটতে নদী গভীরতা পায় ।
তার পিছনে অনেক ভাঙন--
গুচ্ছ গুচ্ছ বাঁক
শাখানদীর নোনাজল এসে মিশে...
তে-চোখো মাছের পাখনা হাসিরঙ মেখে
তবু কানে কানে সমুদ্র-গান গায়...
অতল জলের চাপেও ঝিনুক
সুক্তি জমায় বুকে...
শ্যাওলা-মাখা জলের ধ্বনি নাতিশীতোষ্ণ কবিতা লেখে--
সব নদী কি জলের ব্যাকরণ বোঝে...
No comments:
Post a Comment