জগবন্ধু হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

জগবন্ধু হালদারের কবিতা

হঠাৎ দেখা




হঠাৎ দেখা তোর সাথে দুগ্গা পূজার প্যান্ডেলে

রোগা হয়েছিস, তবু দারুন লাল শাড়ি আর স্যান্ডেলে



হাসিটা ঠিক তেমনই আছে কিংবা চোখের চাহনি

সঙ্গে যেহেতু রক্ষা কবচ, তাই কি এমন সাবধানী?



'কেমন আছ '--প্রশ্ন এলো বৃষ্টিধারায় আচম্বিতে

হাতড়ে বেড়াই উত্তর-পূব জনারণ্যে অষ্টমীতে



চলছে সবই ঘড়ির কাঁটা, শহর - নদী - জিও

মিছিল যেমন চোরা স্রোতে,এগোচ্ছে দিন রাতও



বাদ দে ওসব অঙ্ক ভাসুক ঘোলাজলে তিস্তাতে

রোদ্দুরে তোর জানলা খোলা, কাব্য লিখিস দিস্তাতে



এখন চল আড়াল খুঁজে ঝপাং করে হারাই দিক

নষ্ট হই সবার কাছে , চেষ্টা করে আন্তরিক



পাপ করি খুব --হিসেব পরে হবে'খন

আগুন গাঙে ঝাঁপ দিলে পুড়বে ডানা বিলক্ষণ



না হয় ঘরে ফিরবো না আর, দিব্যি নেইতো ফেরার

অনেক ছিল তোর দাবি সুযোগ দে শোধ করার



জানি তোর জ্ঞান হয়েছে ইচ্ছে হলেও জোর থাকেনা

আবোল তাবোল হুল্লোড়ে আর ভেসে যেতে মন বসেনা



ডাকছে পিছন, এগিয়ে যা , স্বপ্ন পচুক বন্ধখামে

ভালো থাকিস মনকে বাঁধিস শিকড়ে আর অ্যালবামে



                     ---------------------

No comments:

Post a Comment