অভিজিৎ দাসকর্মকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

অভিজিৎ দাসকর্মকারের কবিতা


৯-কার



ক্যাশলেস পিত্তের মনখারাপি ব্যথায়
আতস কাঁচের স্ব-বিম্ব দ্যাখে শরীরের ভিতরকার শরীর

আহ্নিকদিনের ফুলফোটা স্নানঘর
গ্রামোফোনী কেয়ামূল থেকে ম্যানগ্রোভি শ্বাস নেয়

দাঁড়িয়ে অবয়ব ছায়ার নীচে  লিগামেন্ট ছেঁড়া বিছানা

পরশু রাতের বাসি ফুল গুলো ডিহাইড্রেটেড শুয়ে আছে
ও.আর.এস- জল তখনও অসমান স্তন-জলে ভাসমান
কোল বালিশ আদর করে বলে
৯-কার যেন আজ...

No comments:

Post a Comment