সোমের কৌমুদীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

সোমের কৌমুদীর কবিতা



হাইব্রিড স্বপ্ন


স্বপ্নগুলো আজ হাইব্রিড ফসলে পরিণত হয়েছে।
দেখতে প্রকাণ্ড হয়েছে,
বেশ নাদুসনুদুসও;
কিন্তু বিস্বাদ, অন্তঃসারশূন্য।

হৃদয় আজ আদি ও অকৃত্রিম স্বপ্ন খুঁজে ফেরে,
পলি মাটির আবরণে
জৈবিক সার দিয়ে;
চাষাবাদ করা স্বপ্নকে চায়, বুকে আঁকড়ে ধরতে। 
====================

No comments:

Post a Comment