Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

সৌমেন সরকারের কবিতা

জননী যন্ত্রণা



ততবারই তোমায় যন্ত্রণা দিয়েছি
যতবার মা হয়েছ।
কিছুই বুঝতে পারিনি,বুঝিনি,বা হয়ত
বোঝার চেষ্টাই করিনি।

যখন প্রসব করেছিলে আমায়
কি অসহ্য যন্ত্রণা ভোগ করেছ তুমি!
তা সব সয়েও মুখে হাসি তোমার অম্লান
যেন আমি হয়ে এসেছি তোমার তথাগত।

পাঠশালার গন্ডী আর তার পরের দুষ্টুমিতে
সয়েছ অনেক অপমান,
করেছ মায়ের কর্তব্য অক্ষরে অক্ষরে পালন
তবুও আজ দিয়েছি অসহ্য যন্ত্রণা!

প্রথম চাকরীর সুখবরে মুখে হাসি দেখেছি তোমার
খাঁটি,অমলিন;যেন মুক্ত ঝরে পড়ছিল।
সারা পাড়া মাথায় করেছিলে,আর;
মহাভোজ দিয়েছিলে নিজের শেষ সম্বলটুকু বন্ধক দিয়ে!

বিয়ের জন্য খুঁজেছ শত শত,মনের মত
না পেয়ে আবার খোঁজ,খোঁজ আর খোঁজ;
বিয়ের পাঁচ বছরের পর তোমায় ঘরছাড়া করলাম
পারিবারিক শান্তি রক্ষার দায়ে।

বুঝিনি তোমার যন্ত্রণা,হে মহীয়সী জননী
আজ তুমি তিরিশ বছর চলে গেছ ছেড়ে,
অনাথ করে।আজ আমার ঠিকানা বৃদ্ধাশ্রম,
তাই রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছি,জননী যন্ত্রণা!



আমি সেই মেয়ে



আমি সেই মেয়ে,যার জন্মে-
নিষ্প্রদীপ সন্ধ্যা নেমেছিল বাড়ীতে!
শাঁখ বাজেনি,উলুধ্বনি পড়েনি,
দোকান থেকে আনা রাজভোগ
ফিরিয়ে দেওয়া হয়েছিল দোকানে।
পাঁচশ লোকের ভোজের আয়োজন-
হয়েছিল বাতিল!
মা মুখ ঘুরিয়ে নিয়েছিল তখন
পরে দেখেছিল কি না জানি না,
বাবা দামী ফোনটা ছুঁড়ে আয়না ভেঙেছিল!
দাদু দামী ফুলদানীটা ভেঙেছিল রাগে,
ঠাম্মা মুখ বেঁকিয়ে বলেছিল-
"হতভাগী এসেছে লাখ লাখ টাকা ফাঁকা করতে!"
কাকা-কাকীমা আমায় দেখতে পর্যন্ত যায়নি
আমায় কূলটা,হতচ্ছাড়ি বলেছিল কেউ কেউ।

আমি সেই মেয়ে,যার জন্মে-
আতুর সারা হয় যোগেযাগে।
ষষ্ঠীপূজোয় একটা বিড়ালকেও খাওয়ায়নি,
আর নামকরণের দিনটাও ভুলেছিল সবাই!
দিদিমাই শেষে নাম রাখেন অভাগী,
সত্যিই সার্থক নাম হয়েছে আমার;
আমি এক নিশাচর যেন!

দাদুভাই বলে যে আমি সৌভাগ্য আনবই একদিন
মা হেলায়ফেলায় ডাকে ফেলি বলে!
আমার আদরযত্ন যা সব দিদা-দাদুতে,
মামা-মামীর মধ্যেও পেয়েছিলাম বাবা-মায়ের ছায়া!
তবে কদিন খুঁজতে একটু দেরী হয়েছিল এই যা।
তারপর একদিন কলম ধরলাম,বড় হলাম;
আই.এ.এস হয়ে মুখ রাখলাম দিদা-দাদুর;
সবাই এসেছিল,কিন্তু আমি তাদের ফিরিয়ে দিতে পারিনি!
======================================


সৌমেন সরকার,
vill-জয়পুর;
P.S-বনগাঁ,
P.O-ছয়ঘরিয়া,
Dist-উঃ 24 পরগনা,

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত